চোরগুলো সব
চোরগুলো সব
সাইয়িদ রফিকুল হক
চোরগুলো সব কলম ধরে
লিখছে কী যে খবর,
মনগড়া সব খবর দেখে
দিচ্ছে বদে নজর!
দেশের স্বার্থ ভুলে গিয়ে
ঝারছে মনের খেদ,
দেশদ্রোহী-ঘাতকগুলোর
বাড়ছে অনেক মেদ!
চোরগুলো যে কলম ধরে
লিখছে ভীষণ বাজে,
ওরা এখন মেতে আছে
ভিনদেশীদের কাজে।
নাকের কাছে বাধা আছে
ইউরো-ডলার-পাউন্ড,
তাই না দেখে ক্ষেপে গেছে
দেশী কিংবা হাউন্ড!
টাকার লোভে মিথ্যাখবর
সাজায় কত সুখে!
ঘৃণামাখা থুথু এবার
ছোড়ো এদের মুখে।
সাইয়িদ রফিকুল হক
২২/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
চোরগুলো সব কলম ধরে
লিখছে কী যে খবর,
মনগড়া সব খবর দেখে
দিচ্ছে বদে নজর!
দেশের স্বার্থ ভুলে গিয়ে
ঝারছে মনের খেদ,
দেশদ্রোহী-ঘাতকগুলোর
বাড়ছে অনেক মেদ!
চোরগুলো যে কলম ধরে
লিখছে ভীষণ বাজে,
ওরা এখন মেতে আছে
ভিনদেশীদের কাজে।
নাকের কাছে বাধা আছে
ইউরো-ডলার-পাউন্ড,
তাই না দেখে ক্ষেপে গেছে
দেশী কিংবা হাউন্ড!
টাকার লোভে মিথ্যাখবর
সাজায় কত সুখে!
ঘৃণামাখা থুথু এবার
ছোড়ো এদের মুখে।
সাইয়িদ রফিকুল হক
২২/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৩/০৭/২০১৮উচিত কথা
-
কামরুজ্জামান সাদ ২৩/০৭/২০১৮স্বদেশ আমার লুটেরাদের দখলে।
-
অনিরুদ্ধ বুলবুল ২২/০৭/২০১৮যথার্থ প্রতিবাদ।
জোড়ালো বক্তব্য উঠে এসেছে।
আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল কবি - -
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৭/২০১৮দারুন