সুখের আশা
সুখের আশা
সাইয়িদ রফিকুল হক
সুখ-সুখ করে মরছিস তোরা কেঁদে,
সুখ কি এখন রাখবি নাকি দড়ি দিয়ে বেঁধে?
সবার বুকে জেগেছে আজ অভাবিত সুখের আশা,
কষ্ট-বুকে কারও মনে জাগে নাতো ভালোবাসা!
সবাই শুধু সুখ-সুখ করে খুব হতাশায় মরছে কেঁদে,
এদের কাছে সুখ কি আজ আসবে নাকি একটুখানি সেধে?
ভালোবাসার হৃদয়খানি মরে গেছে সেই যে কবে!
সুখ-সুখ করে পাগল হয়ে সবাই যেন কেঁদে মরে ভবে!
কষ্ট সয়ে একটুখানি ভালোবাসার কোথায় আছে মানুষজন!
সবার বুকে লোভের আগুন—সুখপাখিটা বেঁচে থাকবে কতক্ষণ?
জীবনে আজ সুখ চাই শুধু—মানবমনে বাড়ছে এমন অন্ধভাবনা,
সুখ-সুখ করে জগতজুড়ে বাড়ছে কেন এমনতর যন্ত্রণা?
সাইয়িদ রফিকুল হক
২১/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
সুখ-সুখ করে মরছিস তোরা কেঁদে,
সুখ কি এখন রাখবি নাকি দড়ি দিয়ে বেঁধে?
সবার বুকে জেগেছে আজ অভাবিত সুখের আশা,
কষ্ট-বুকে কারও মনে জাগে নাতো ভালোবাসা!
সবাই শুধু সুখ-সুখ করে খুব হতাশায় মরছে কেঁদে,
এদের কাছে সুখ কি আজ আসবে নাকি একটুখানি সেধে?
ভালোবাসার হৃদয়খানি মরে গেছে সেই যে কবে!
সুখ-সুখ করে পাগল হয়ে সবাই যেন কেঁদে মরে ভবে!
কষ্ট সয়ে একটুখানি ভালোবাসার কোথায় আছে মানুষজন!
সবার বুকে লোভের আগুন—সুখপাখিটা বেঁচে থাকবে কতক্ষণ?
জীবনে আজ সুখ চাই শুধু—মানবমনে বাড়ছে এমন অন্ধভাবনা,
সুখ-সুখ করে জগতজুড়ে বাড়ছে কেন এমনতর যন্ত্রণা?
সাইয়িদ রফিকুল হক
২১/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২২/০৭/২০১৮জীবনে সুখ চাওয়াটাই তো অনেক কিছু।
-
সাঁঝের তারা ২১/০৭/২০১৮অপূর্ব ...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৭/২০১৮অসাধারণ লিখেছেন কবি।
-
জহির রহমান ২১/০৭/২০১৮"সুখ সু্খ করে কাঁদি হায়
সুখ কোথায় খুঁজে পাই?"
ভালা লাগা জানিয়ে গেলাম কবি। স্বশ্রদ্ধ সালাম আর শুভেচ্ছা।