দোজখের আগুন
দোজখের আগুন
সাইয়িদ রফিকুল হক
দোজখ থেকে আসলো গরম
আগুন হাতে করে,
এবার বুঝি মানুষগুলো
যাবেই যাবে মরে!
গরম তো নয় জাহান্মামের
হলকা যেন ছোটে,
এই গরমে মনের ভিতর
গোলাপ কি আর ফোটে?
গরিব মানুষ পায় না এসি
ফুটছে আগুন-তাপে,
শাস্তি এমন পাচ্ছে তারা
কার যে কঠিন পাপে!
দোজখ থেকে আসলো আগুন
পুড়ছে মানুষজন,
শাস্তি তারা পাচ্ছে বেশি
যারা গরিব-নির্ধন!
ধনীরা সব এসি ছেড়ে
হাসছে কত সুখে,
আগুন-ছ্যাঁকায় ভাষা নাই যে
আমজনতার মুখে।
সাইয়িদ রফিকুল হক
২০/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
দোজখ থেকে আসলো গরম
আগুন হাতে করে,
এবার বুঝি মানুষগুলো
যাবেই যাবে মরে!
গরম তো নয় জাহান্মামের
হলকা যেন ছোটে,
এই গরমে মনের ভিতর
গোলাপ কি আর ফোটে?
গরিব মানুষ পায় না এসি
ফুটছে আগুন-তাপে,
শাস্তি এমন পাচ্ছে তারা
কার যে কঠিন পাপে!
দোজখ থেকে আসলো আগুন
পুড়ছে মানুষজন,
শাস্তি তারা পাচ্ছে বেশি
যারা গরিব-নির্ধন!
ধনীরা সব এসি ছেড়ে
হাসছে কত সুখে,
আগুন-ছ্যাঁকায় ভাষা নাই যে
আমজনতার মুখে।
সাইয়িদ রফিকুল হক
২০/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৭/২০১৮
-
মোবারক হোসেন ২১/০৭/২০১৮ভাল লাগা সবসময়।
-
নাদেরা ফারনাছ শিমূল ২১/০৭/২০১৮সুন্দর লিখেছেন।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/০৭/২০১৮সুন্দর লিখেছেন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৭/২০১৮দারুন সুন্দর লিখেছেন কবি।
খুব ভাল লাগল। পাঠে হৃদয় জুড়াল।
অনেক ভালবাসা ও শুভকামনা রেখে গেলাম।
ভাল থাকুন সর্বক্ষণ। পাশে থাকুন। ধন্যবাদ।
!-----!-----!-----!