রাজকুমারী
রাজকুমারী
সাইয়িদ রফিকুল হক
“রাজকুমারী ওঠেন দেখি
খোলেন আপনার চোখ,
একটুখানি বাইরে তাকান
দেখেন কত লোক!
রাজপ্রাসাদের চারিদিকে
বসে আছে প্রজা,
সবার মাথায় জমে আছে
অনেক কষ্টের বোঝা!
দাবিদাওয়া করছে নাতো
চাচ্ছে শুধু আশ্বাস,
প্রজার সাথে ভালোবেসে
করেন বসবাস।”
সবটা শুনে রাজকুমারী
হাসেন বড় সুখে,
আমার জন্য ভালোবাসা
দেখি ওদের মুখে!
“এই প্রজাদের করবো আমি
মনের মতো সেবা,
ওদের হয়ে উকালতি
করছো তোমরা কেবা?
আমার প্রজা দেখবো আমি
তোমরা থাকো বাইরে,
আগুন দিতে এসো নাকো
শুধু আমার ঘরে।”
রাজকুমারীর হাসি দেখে
ভরলো প্রজার মন,
এমন মাতার ভালোবাসায়
সবাই হবে স্বজন।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
“রাজকুমারী ওঠেন দেখি
খোলেন আপনার চোখ,
একটুখানি বাইরে তাকান
দেখেন কত লোক!
রাজপ্রাসাদের চারিদিকে
বসে আছে প্রজা,
সবার মাথায় জমে আছে
অনেক কষ্টের বোঝা!
দাবিদাওয়া করছে নাতো
চাচ্ছে শুধু আশ্বাস,
প্রজার সাথে ভালোবেসে
করেন বসবাস।”
সবটা শুনে রাজকুমারী
হাসেন বড় সুখে,
আমার জন্য ভালোবাসা
দেখি ওদের মুখে!
“এই প্রজাদের করবো আমি
মনের মতো সেবা,
ওদের হয়ে উকালতি
করছো তোমরা কেবা?
আমার প্রজা দেখবো আমি
তোমরা থাকো বাইরে,
আগুন দিতে এসো নাকো
শুধু আমার ঘরে।”
রাজকুমারীর হাসি দেখে
ভরলো প্রজার মন,
এমন মাতার ভালোবাসায়
সবাই হবে স্বজন।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৫/০৭/২০১৮আমাদের দেশের রাজকুমারীরা প্রজাদেরকে হাতুড়িপেটার নির্দেশ দেয়।কত অদ্ভুত!
-
জহির রহমান ১৪/০৭/২০১৮চমৎকার সুন্দর।
বাস্তবটা যদি এমনই হতো! -
শিবশঙ্কর ১৪/০৭/২০১৮বেশ ভাল লাগল।