দেখ জাতির ইতিহাস
দেখ জাতির ইতিহাস
আজকে তোমার ঝাঁপি খুলে
দেখো জাতির ইতিহাস,
কারা দেশে জাতীয় বীর
আর যে কারা পাতিহাঁস!
খোলো তোমার ছোট্ট ঝাঁপি
ভয় পেয়ো না তুমি,
সত্য দেখে কী যে বলে
দেখি তোমার মনোভূমি।
সত্যটাকে আড়াল করে
খেলবে তুমি কত?
তোমার সকল শয়তানীতে
তুমিই হবে নত!
আজকে তোমার ঝাঁপি খুলে
দেখো জাতির ইতিহাস,
সত্যবাদীর ধমক খেয়ে
ভাঙ্গবে তোমার বিশ্বাস।
আজকে তোমার ঝাঁপি খুলে
দেখো জাতির ইতিহাস,
কারা দেশে জাতীয় বীর
আর যে কারা পাতিহাঁস!
খোলো তোমার ছোট্ট ঝাঁপি
ভয় পেয়ো না তুমি,
সত্য দেখে কী যে বলে
দেখি তোমার মনোভূমি।
সত্যটাকে আড়াল করে
খেলবে তুমি কত?
তোমার সকল শয়তানীতে
তুমিই হবে নত!
আজকে তোমার ঝাঁপি খুলে
দেখো জাতির ইতিহাস,
সত্যবাদীর ধমক খেয়ে
ভাঙ্গবে তোমার বিশ্বাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।