শকুনগুলো আবার ক্ষেপে উঠেছে
শকুনগুলো আবার ক্ষেপে উঠেছে
সাইয়িদ রফিকুল হক
শকুনগুলো আবার ক্ষেপে উঠেছে
ওদের মনে অসম্ভব ক্ষুধা জেগেছে আজ
সকল শকুন এখন দাঁড়িয়েছে এককাতারে
তবুও রক্ষা, জাতির বিবেক এখনও জাগ্রত।
আকাশে দেখি সেইসব পুরাতন শকুনের ছায়া
প্রতিনিয়ত শুনি অন্ধ-শকুনের ডানা-ঝাপটানোর
সে কী এক ভয়ানক পৈশাচিক শব্দ!
তবুও এই জনপদের মানুষগুলো ভীতসন্ত্রস্ত নয়।
এই জাতি প্রতিনিয়ত মোকাবেলা করে থাকে
ভয়ংকর কালবৈশাখী, টর্নেডো আরও কত ঘূর্ণিঝড়
আর এতো সামান্য শকুনের ডানা-ঝাপটানোর শব্দ!
ভয় কী জাতি, আবার গর্জে ওঠো শকুনের বিরুদ্ধে।
শকুনগুলো আগের মতো সবকিছু খুবলে খাওয়ার জন্য
আবার ভীষণভাবে ক্ষেপে উঠেছে এই বাংলার জনপদে
চারিদিকে আবার শুনতে পাচ্ছি পুরাতন শকুনের অট্টহাসি!
বজ্রহুংকারে আবার রুখে দাঁড়াও সাহসী বীর-বাঙালি-জাতি।
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শকুনগুলো আবার ক্ষেপে উঠেছে
ওদের মনে অসম্ভব ক্ষুধা জেগেছে আজ
সকল শকুন এখন দাঁড়িয়েছে এককাতারে
তবুও রক্ষা, জাতির বিবেক এখনও জাগ্রত।
আকাশে দেখি সেইসব পুরাতন শকুনের ছায়া
প্রতিনিয়ত শুনি অন্ধ-শকুনের ডানা-ঝাপটানোর
সে কী এক ভয়ানক পৈশাচিক শব্দ!
তবুও এই জনপদের মানুষগুলো ভীতসন্ত্রস্ত নয়।
এই জাতি প্রতিনিয়ত মোকাবেলা করে থাকে
ভয়ংকর কালবৈশাখী, টর্নেডো আরও কত ঘূর্ণিঝড়
আর এতো সামান্য শকুনের ডানা-ঝাপটানোর শব্দ!
ভয় কী জাতি, আবার গর্জে ওঠো শকুনের বিরুদ্ধে।
শকুনগুলো আগের মতো সবকিছু খুবলে খাওয়ার জন্য
আবার ভীষণভাবে ক্ষেপে উঠেছে এই বাংলার জনপদে
চারিদিকে আবার শুনতে পাচ্ছি পুরাতন শকুনের অট্টহাসি!
বজ্রহুংকারে আবার রুখে দাঁড়াও সাহসী বীর-বাঙালি-জাতি।
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার বেরা ১২/০৭/২০১৮রুখে দাঁড়ানোর সময় এসেছে।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০৭/২০১৮ভালো লাগলো বেশ ।সুন্দর কবিতা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৭/২০১৮বেশ সুন্দর বিদ্রোহী কবিতা।