বিশ্বকাপে
বিশ্বকাপে
বিশ্বকাপে হারলে তুমি
কাঁদলো আমার মামু,
মামুর দুঃখে এখন আমি
বলো কোথায় যামু?
একটু ভালো খেললে তুমি
হাসতো মামুজান,
এমন করে গোল খেয়েছো
কোথায় গেল মান?
গোলের খেলায় গোল পেলে না
কীসের ভালো খেলা!
মামুর দুঃখে বসলো যেন
আজকে শোকের মেলা।
হিসাব করে খেলো তোমরা
হাসতে পারবে নিজে,
বুঝতে পারো আমার মামুর
হারার দুঃখ কী যে!
বিশ্বকাপে হারলে তুমি
কাঁদলো আমার মামু,
মামুর দুঃখে এখন আমি
বলো কোথায় যামু?
একটু ভালো খেললে তুমি
হাসতো মামুজান,
এমন করে গোল খেয়েছো
কোথায় গেল মান?
গোলের খেলায় গোল পেলে না
কীসের ভালো খেলা!
মামুর দুঃখে বসলো যেন
আজকে শোকের মেলা।
হিসাব করে খেলো তোমরা
হাসতে পারবে নিজে,
বুঝতে পারো আমার মামুর
হারার দুঃখ কী যে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার বেরা ১২/০৭/২০১৮খুব সুন্দর। ভালো লাগলো।
-
সাইদ খোকন নাজিরী ০৮/০৭/২০১৮অপনার মামু হাসলে আমার মামু যে কাঁদতো।একজনের মামুকে কাঁদতে হবেই ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৭/২০১৮দারুণ!
ধন্যবাদ।