মানুষ কবে মানুষ হবে
মানুষ কবে মানুষ হবে?
মানুষ কবে মানুষ হবে
জাগবে কবে ভালোবাসা?
আজকে দেখি সবার মনে
ঘুরছে শুধু একটি আশা।
মানুষগুলো পশু হলে
মানুষ পাবে ঠাঁই?
এই দুনিয়ায় মানুষ ছাড়া
মানুষজনের কোনো গতি নাই।
মানুষগুলো মানুষ হবে
এই তো আশা সবার মনে,
মানুষ যারা হবে নাকো
যাও না চলে তারা বনে।
মানুষ কবে মানুষ হবে
জাগবে কবে ভালোবাসা?
আজকে দেখি সবার মনে
ঘুরছে শুধু একটি আশা।
মানুষগুলো পশু হলে
মানুষ পাবে ঠাঁই?
এই দুনিয়ায় মানুষ ছাড়া
মানুষজনের কোনো গতি নাই।
মানুষগুলো মানুষ হবে
এই তো আশা সবার মনে,
মানুষ যারা হবে নাকো
যাও না চলে তারা বনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ২০/০৭/২০১৮
-
অর্ক রায়হান ০৬/০৭/২০১৮দারুণ!
-
পি পি আলী আকবর ০৬/০৭/২০১৮দারুণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৭/২০১৮দারুণ সুন্দর লিখেছেন কবি।
শুভকামনা জানবেন।
যাও না চলে তারা বনে।”
- চমৎকার আহবান।
ভালো লাগা জানিয়ে গেলাম প্রিয় কবি।
শুভ প্রত্যাশা