আসল মানুষ
আসল মানুষ
দুঃখ দেওয়ার মানুষ অনেক
ভালোবাসার কই?
কষ্ট দিয়ে সবাই বলে
কেমন আছো সই!
রঙিন পোশাক বাড়ছে বেশি
সব যে রঙিন দেখি,
সাদা-কালো ছিল ভালো
নয়তো এতো মেকী।
কষ্ট দেওয়ার মানুষগুলো
ঘুরছে চারিপাশে,
নিজের স্বার্থে মুখ টিপে সব
কেমন করে হাসে!
দুঃখ দেওয়ার মানুষ আছে
ভালোবাসার কই?
এসো সবাই ভালোবেসে
আসল মানুষ হই।
দুঃখ দেওয়ার মানুষ অনেক
ভালোবাসার কই?
কষ্ট দিয়ে সবাই বলে
কেমন আছো সই!
রঙিন পোশাক বাড়ছে বেশি
সব যে রঙিন দেখি,
সাদা-কালো ছিল ভালো
নয়তো এতো মেকী।
কষ্ট দেওয়ার মানুষগুলো
ঘুরছে চারিপাশে,
নিজের স্বার্থে মুখ টিপে সব
কেমন করে হাসে!
দুঃখ দেওয়ার মানুষ আছে
ভালোবাসার কই?
এসো সবাই ভালোবেসে
আসল মানুষ হই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৭/২০১৮
-
Shafi md Omar Faruq ০৩/০৭/২০১৮দারুন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৭/২০১৮খুব ভাল লাগল।
কবির ডাকে সাড়া দিয়ে
সবাই আসল মানুষ হোক ।
কবিকে শুভেচ্ছা জানাই অবিরত ।