সত্যশক্তি
সত্যশক্তি
সত্যশক্তি নিজেই আলো,
অন্ধকারে সে যে হয় না কালো।
সত্যের প্রদীপ জ্বলে তাই তো আঁধারে,
সত্যশক্তি ঠেকাতে তাই পারে নাকো
মিথ্যার পাহাড়ে।
সত্যশক্তি নিজেই আলো,
অন্ধকারে সে যে হয় না কালো।
সত্যের প্রদীপ জ্বলে তাই তো আঁধারে,
সত্যশক্তি ঠেকাতে তাই পারে নাকো
মিথ্যার পাহাড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৭/২০১৮দারুণ
-
কে. পাল ২৯/০৬/২০১৮Thik
-
সাইদ খোকন নাজিরী ২৮/০৬/২০১৮বেশ ভাল লাগল।