ভিনদেশী এক দলের জন্য
ভিনদেশী এক দলের জন্য
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভাসবে কেন
ভিনদেশী এক দলের জন্য?
তারচে ভালো বইটা পড়ে
ভাগ্য গড়ে হও না ধন্য।
নিজের দেশকে ভালোবাসো
দেশকে রাখো তোমার বুকে,
তাইলে তুমি মহৎ হবে
থাকবে জেনো চিরসুখে।
ভিনদেশী এক দলের জন্য
ফেলছো কেন চোখের জল?
এবার তুমি দেশের হয়ে
বাড়াও নিজের মনোবল।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৬/২০১৮
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভাসবে কেন
ভিনদেশী এক দলের জন্য?
তারচে ভালো বইটা পড়ে
ভাগ্য গড়ে হও না ধন্য।
নিজের দেশকে ভালোবাসো
দেশকে রাখো তোমার বুকে,
তাইলে তুমি মহৎ হবে
থাকবে জেনো চিরসুখে।
ভিনদেশী এক দলের জন্য
ফেলছো কেন চোখের জল?
এবার তুমি দেশের হয়ে
বাড়াও নিজের মনোবল।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৬/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২২/০৭/২০১৮নাইস
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৭/২০১৮ভাল।
-
সাইদ খোকন নাজিরী ২৭/০৬/২০১৮দেশপ্রেমের কবিতা।অনেক সুন্দর।