মনটা যদি সরল হতো
মনটা যদি সরল হতো
ফুলকলিদের ঘুম নাই যে
হাসি সবার মুখে,
তাইতো দেখি এতো কষ্টেও
সবহারারা সুখে!
মনটা যদি সরল হতো
সবাই পেতো সুখ,
হিংসাগুলো ঝেড়ে ফেলে
উজ্জ্বল কর মুখ।
ফুলকলিদের ঘুম নাই যে
হাসে সবাই সুখে,
তোমার মনেও ফুটবে ফুল
হিংসাবিহীন বুকে।
ফুলকলিদের ঘুম নাই যে
হাসি সবার মুখে,
তাইতো দেখি এতো কষ্টেও
সবহারারা সুখে!
মনটা যদি সরল হতো
সবাই পেতো সুখ,
হিংসাগুলো ঝেড়ে ফেলে
উজ্জ্বল কর মুখ।
ফুলকলিদের ঘুম নাই যে
হাসে সবাই সুখে,
তোমার মনেও ফুটবে ফুল
হিংসাবিহীন বুকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৭/২০১৮অনেক ভাল।
-
সাইদ খোকন নাজিরী ২৭/০৬/২০১৮চমৎকার লিখনি।
-
সুরজিৎ সী ২৬/০৬/২০১৮সত্যিই মনটা সরল হওয়া ভীষন জরুরী
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৬/২০১৮অনেক সুন্দর কবিতা ।