আপনি বাঙালি হলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নিয়ে মারামারি করবেন না
আপনি বাঙালি হলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নিয়ে মারামারি করবেন না
সাইয়িদ রফিকুল হক
যেকোনো খেলা আনন্দের জন্য। মানুষ খেলাধুলা করে শুধু আনন্দের জন্য। এর বাইরে আর কিছু থাকা উচিত নয়। নির্মল আনন্দের জন্যই শুধু খেলাধুলা করা উচিত। মনে শুধু আনন্দভাব নিয়েই যেকোনো খেলাধুলা উপভোগ করা উচিত। এখানে, অন্যকিছু আনা ঠিক নয়।
ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এখানে যার যে দল ভালো লাগবে সে সেই দলকে সাপোর্ট করবে। এতে কার কী অসুবিধা? আর কোনো দলকে সাপোর্ট করা মানে পাগলামি নয়। নিজের দলকে বড় করতে গিয়ে অন্যকে খাটো করার অপচেষ্টা করবেন না। তাহলে আপনিও একেবারে খাটো হয়ে যাবেন।
বাঙালি খেলাধুলাপাগল জাতি। এখানে, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি। আপনারা সমর্থন করুন। কিন্তু মারামারি করবেন না।
সাইয়িদ রফিকুল হক
যেকোনো খেলা আনন্দের জন্য। মানুষ খেলাধুলা করে শুধু আনন্দের জন্য। এর বাইরে আর কিছু থাকা উচিত নয়। নির্মল আনন্দের জন্যই শুধু খেলাধুলা করা উচিত। মনে শুধু আনন্দভাব নিয়েই যেকোনো খেলাধুলা উপভোগ করা উচিত। এখানে, অন্যকিছু আনা ঠিক নয়।
ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এখানে যার যে দল ভালো লাগবে সে সেই দলকে সাপোর্ট করবে। এতে কার কী অসুবিধা? আর কোনো দলকে সাপোর্ট করা মানে পাগলামি নয়। নিজের দলকে বড় করতে গিয়ে অন্যকে খাটো করার অপচেষ্টা করবেন না। তাহলে আপনিও একেবারে খাটো হয়ে যাবেন।
বাঙালি খেলাধুলাপাগল জাতি। এখানে, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি। আপনারা সমর্থন করুন। কিন্তু মারামারি করবেন না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৭/২০১৮
-
সায়েম মুর্শেদ ০২/০৭/২০১৮আবেগের নিয়ন্ত্রণ প্রয়োজন
-
ন্যান্সি দেওয়ান ২৩/০৬/২০১৮Correct.
অনেক ভাল লাগল।
ধন্যবাদ।