তবুও আনন্দ
তবুও আনন্দ
ঈদে গ্রামের বাড়িতে যেতে কষ্ট। আবার ঢাকায় ফেরার সময় আরও বেশি কষ্ট। তবুও লোকজন গ্রামের বাড়িতে যায়। তবুও তাদের গ্রামে যেতে হয়।
আমাদের দেশে ভ্রমণ এখনও আরামদায়ক হয়নি। এদেশের পরিবহণ-সেক্টর এখনও একশ্রেণীর নরপশুদের হাতে রয়েছে। এরা দেশ মানে না, সমাজ মানে না, রাষ্ট্রের নিয়ম মানে না, সরকারি আইনকানুন মানে না। এদের মধ্যে মানবতা একেবারে ন্যূনতম পর্যায়ে। এদের জন্যেই সাধারণ যাত্রদের এতো ভোগান্তি আর কষ্ট।
মানুষ খুব কষ্ট করে গ্রামের বাড়িতে যাওয়া-আসা করে। এতো যে কষ্ট তবুও তাদের মনে আনন্দ! কারণ কী? এর কারণ জানতে হলে আপনাকেও গ্রামে যেতে হবে।
ঈদে গ্রামের বাড়িতে যেতে কষ্ট। আবার ঢাকায় ফেরার সময় আরও বেশি কষ্ট। তবুও লোকজন গ্রামের বাড়িতে যায়। তবুও তাদের গ্রামে যেতে হয়।
আমাদের দেশে ভ্রমণ এখনও আরামদায়ক হয়নি। এদেশের পরিবহণ-সেক্টর এখনও একশ্রেণীর নরপশুদের হাতে রয়েছে। এরা দেশ মানে না, সমাজ মানে না, রাষ্ট্রের নিয়ম মানে না, সরকারি আইনকানুন মানে না। এদের মধ্যে মানবতা একেবারে ন্যূনতম পর্যায়ে। এদের জন্যেই সাধারণ যাত্রদের এতো ভোগান্তি আর কষ্ট।
মানুষ খুব কষ্ট করে গ্রামের বাড়িতে যাওয়া-আসা করে। এতো যে কষ্ট তবুও তাদের মনে আনন্দ! কারণ কী? এর কারণ জানতে হলে আপনাকেও গ্রামে যেতে হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ২০/০৬/২০১৮ঠিক।