নতুন চাঁদের খবর
নতুন চাঁদের খবর
সাইয়িদ রফিকুল হক
একটু পরেই নতুন চাঁদে
উঠবে খুশির জোয়ার,
ঈদআনন্দে জাগবে জাতি
নতুনকিছু পাওয়ার।
একটি মাসের অপেক্ষাতে
ফুটবে আশার আলো,
নতুন চাঁদে আনবে খবর
অনেক বেশি ভালো।
সবার মনে জাগছে আশা
মুখে হাসির ঝিলিক,
রমজানেরই শেষপ্রহরে
পুবআকাশে ক্লিক!
নতুন চাঁদের প্রতীক্ষাতে
সবার মুখে হাসি,
ঈদের চাঁদের হঠাৎ ঝিলিক
সবাই ভালোবাসি।
রমজানেরই শেষপ্রহরে
উঠবে খুশির জোয়ার,
বাঁকা-চাঁদের মধুর হাসি
দেখবে মাতাল হাওয়ার।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৬/২০১৮
সাইয়িদ রফিকুল হক
একটু পরেই নতুন চাঁদে
উঠবে খুশির জোয়ার,
ঈদআনন্দে জাগবে জাতি
নতুনকিছু পাওয়ার।
একটি মাসের অপেক্ষাতে
ফুটবে আশার আলো,
নতুন চাঁদে আনবে খবর
অনেক বেশি ভালো।
সবার মনে জাগছে আশা
মুখে হাসির ঝিলিক,
রমজানেরই শেষপ্রহরে
পুবআকাশে ক্লিক!
নতুন চাঁদের প্রতীক্ষাতে
সবার মুখে হাসি,
ঈদের চাঁদের হঠাৎ ঝিলিক
সবাই ভালোবাসি।
রমজানেরই শেষপ্রহরে
উঠবে খুশির জোয়ার,
বাঁকা-চাঁদের মধুর হাসি
দেখবে মাতাল হাওয়ার।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৬/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১৮/০৬/২০১৮চমৎকার!!
-
পবিত্র চক্রবর্তী ১৬/০৬/২০১৮ভালো লাগলো
-
ইবনে মিজান ১৫/০৬/২০১৮চাঁদ নতুন নয়, চাঁদের বয়স ইতিমধ্যে ০১ দিন হয়ে গেছে। ঈদ মোবারক