আপনি রোজা না রাখুন কিন্তু বিদ্রুপ করবেন না
আপনি রোজা না রাখুন কিন্তু বিদ্রুপ করবেন না
সাইয়িদ রফিকুল হক
মুসলমানদের রোজ রাখতে হয়। কারণ, আমাদের ধর্মগ্রন্থ কুরআনে রোজা রাখার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। পূর্বেই বলা হয়েছে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সামর্থ্যবান যেকোনো লোকের উপর রোজা রাখা ফরজ। তবে রোজা নিয়ে কোনোপ্রকার জোরজবরদস্তি নাই।
আপনি আপনার প্রয়োজনে বা অসমর্থ হলে রোজা রাখবেন না, তাই বলে রোজা না রেখে রোজা নিয়ে ঠাট্টাবিদ্রুপ করবেন না। এটি সবচেয়ে বড় পাপ। রোজা, নামাজ বা অন্য যেকোনো ইবাদত মহান স্রষ্টার জন্য। আপনি কোনো ইবাদত না করলেও স্রষ্টা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। এসবই তাঁর ইচ্ছাধীন। কিন্তু আপনি রোজা না রেখে রোজাদারদের সামনে খাওয়াদাওয়া করে আবার রোসম্পর্কে ঠাট্টাবিদ্রুপ করলে তা ভয়ানক পাপ হবে। আপনি মানুষের মনে আঘাত করছেন। আর আপনার পাপকে প্রকাশ করছেন। তাই, আপনি যেকোনো অসুবিধাহেতু বা অসুস্থতার দরুন বা অন্য কোনো কারণে রোজা না রাখতে পারলে নিশ্চুপ থাকুন। কিন্তু নিজে রোজা না রেখে আবার রোজা নিয়ে ঠাট্টামশকরা করবেন না। এই পাপ থেকে নিজেকে বাঁচান।
সাইয়িদ রফিকুল হক
১১/০৬/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মুসলমানদের রোজ রাখতে হয়। কারণ, আমাদের ধর্মগ্রন্থ কুরআনে রোজা রাখার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। পূর্বেই বলা হয়েছে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সামর্থ্যবান যেকোনো লোকের উপর রোজা রাখা ফরজ। তবে রোজা নিয়ে কোনোপ্রকার জোরজবরদস্তি নাই।
আপনি আপনার প্রয়োজনে বা অসমর্থ হলে রোজা রাখবেন না, তাই বলে রোজা না রেখে রোজা নিয়ে ঠাট্টাবিদ্রুপ করবেন না। এটি সবচেয়ে বড় পাপ। রোজা, নামাজ বা অন্য যেকোনো ইবাদত মহান স্রষ্টার জন্য। আপনি কোনো ইবাদত না করলেও স্রষ্টা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। এসবই তাঁর ইচ্ছাধীন। কিন্তু আপনি রোজা না রেখে রোজাদারদের সামনে খাওয়াদাওয়া করে আবার রোসম্পর্কে ঠাট্টাবিদ্রুপ করলে তা ভয়ানক পাপ হবে। আপনি মানুষের মনে আঘাত করছেন। আর আপনার পাপকে প্রকাশ করছেন। তাই, আপনি যেকোনো অসুবিধাহেতু বা অসুস্থতার দরুন বা অন্য কোনো কারণে রোজা না রাখতে পারলে নিশ্চুপ থাকুন। কিন্তু নিজে রোজা না রেখে আবার রোজা নিয়ে ঠাট্টামশকরা করবেন না। এই পাপ থেকে নিজেকে বাঁচান।
সাইয়িদ রফিকুল হক
১১/০৬/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় দেবনাথ ১৪/০৬/২০১৮ভাল লাগল
-
কামরুজ্জামান সাদ ১২/০৬/২০১৮বিদ্রুপ করাটা অমানবিক
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৬/২০১৮সবাইকে এই পাপ থেকে বাচতে হবে।