কত রং
কত রং
সাইয়িদ রফিকুল হক
যদিও তোমার রংটি কালো,
তোমার হাতের বিষও ভালো,
কারণ তোমার মনটি ভালো।
আরেক তুমি সাদা-গরল,
বাইরে তুমি যদিও তরল,
মনটি তোমার নয়কো সরল।
মানুষ তোমার রং যে কত!
একই অঙ্গে রূপ যে শত,
মনের ক্রোধ কর নত।
তোমার হাসি দেখতে ভালো,
মুখে আছে ভীষণ আলো,
কিন্তু দেখি মনটি কালো!
তোমার গায়ের পোশাক মন্দ,
তবুও আছে জীবনছন্দ,
লোকের সাথে নাই যে দ্বন্দ্ব।
ভালোমানুষ হয় না রঙ্গীন,
তার হাতে যে নাইকো সঙ্গিন,
এক রংয়ে সে থাকে চিরদিন।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০১৮
সাইয়িদ রফিকুল হক
যদিও তোমার রংটি কালো,
তোমার হাতের বিষও ভালো,
কারণ তোমার মনটি ভালো।
আরেক তুমি সাদা-গরল,
বাইরে তুমি যদিও তরল,
মনটি তোমার নয়কো সরল।
মানুষ তোমার রং যে কত!
একই অঙ্গে রূপ যে শত,
মনের ক্রোধ কর নত।
তোমার হাসি দেখতে ভালো,
মুখে আছে ভীষণ আলো,
কিন্তু দেখি মনটি কালো!
তোমার গায়ের পোশাক মন্দ,
তবুও আছে জীবনছন্দ,
লোকের সাথে নাই যে দ্বন্দ্ব।
ভালোমানুষ হয় না রঙ্গীন,
তার হাতে যে নাইকো সঙ্গিন,
এক রংয়ে সে থাকে চিরদিন।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৯/০৬/২০১৮খুব ভাল লাগল। সুন্দর লেখা। ভাল থাকুন ও সঙ্গে থাকুন সব সময় প্রিয় কবিবর
-
রবিউল হাসান ০৯/০৬/২০১৮ভালো।কালো আর ধলো বাইরের রং।আর ঐ রং মূল্যহীন।
-
পবিত্র চক্রবর্তী ০৯/০৬/২০১৮ভালো লাগলো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৬/২০১৮ওহ! অসাধারণ লাগল!