দোষ করেছো
দোষ করেছো
সাইয়িদ রফিকুল হক
দোষ করেছো অনেক বড়
দিচ্ছো কোথায় পাড়ি?
চোদ্দো শিকের ভয়ে তুমি
গুনছো টাকা কাঁড়ি!
দেশ ছেড়েছো আগেভাগে
পার পাবে না তবু,
অপরাধীর চিহ্নগুলো
পিছ ছাড়ে না কভু।
মানুষ তুমি অভিযুক্ত
দেশের মাদকসম্রাট,
তোমার শাস্তি হতেই হবে
অনেক বেশি বিরাট।
দোষ করেছো স্বীকার করো
চোদ্দো শিক যে খোলা,
নইলে তুমি একগুলিতে...
হও না যারই পোলা!
সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০১৮
সাইয়িদ রফিকুল হক
দোষ করেছো অনেক বড়
দিচ্ছো কোথায় পাড়ি?
চোদ্দো শিকের ভয়ে তুমি
গুনছো টাকা কাঁড়ি!
দেশ ছেড়েছো আগেভাগে
পার পাবে না তবু,
অপরাধীর চিহ্নগুলো
পিছ ছাড়ে না কভু।
মানুষ তুমি অভিযুক্ত
দেশের মাদকসম্রাট,
তোমার শাস্তি হতেই হবে
অনেক বেশি বিরাট।
দোষ করেছো স্বীকার করো
চোদ্দো শিক যে খোলা,
নইলে তুমি একগুলিতে...
হও না যারই পোলা!
সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ০৭/০৬/২০১৮সাহসী কবিতা।বেশ লাগলো।
-
তরুণ কান্তি ০৭/০৬/২০১৮অসাধারণ বিদ্রোহী কবিতা। খুব সুন্দর চিন্তার ফসল ।
-
আরিফ নীরদ ০৬/০৬/২০১৮বিদ্রোহানল। অসাধারন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৬/২০১৮বাহ! অনন্য।