ভণ্ডসাধুর বাড়াবাড়ি
ভণ্ডসাধুর বাড়াবাড়ি
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডসাধুর বাড়াবাড়ি
দেখছি চারিপাশে,
লোকদেখানো ধর্মসাজে
কেমন করে হাসে!
ধর্ম ওদের মুখের বুলি
ধর্ম ওদের পুঁজি,
ধর্ম বেচেই হচ্ছে ওদের
বিরাট কামাই-রুজি!
সবখানে যে ভেজাল বেশি
ভেজাল চারিদিকে,
আশার আলো যাচ্ছে নিভে
হচ্ছে বুঝি ফিকে!
এই দুনিয়া পাপীর হাতে
বন্দি আছে কতকাল?
সমাজদেহে ভদ্রলোকের
দেখছি অনেক আকাল!
সবখানে তাই ভণ্ডসাধুর
দেখছি বাড়াবাড়ি,
স্বার্থনেশায় ধর্ম নিয়ে
চলছে কাড়াকাড়ি।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৬/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডসাধুর বাড়াবাড়ি
দেখছি চারিপাশে,
লোকদেখানো ধর্মসাজে
কেমন করে হাসে!
ধর্ম ওদের মুখের বুলি
ধর্ম ওদের পুঁজি,
ধর্ম বেচেই হচ্ছে ওদের
বিরাট কামাই-রুজি!
সবখানে যে ভেজাল বেশি
ভেজাল চারিদিকে,
আশার আলো যাচ্ছে নিভে
হচ্ছে বুঝি ফিকে!
এই দুনিয়া পাপীর হাতে
বন্দি আছে কতকাল?
সমাজদেহে ভদ্রলোকের
দেখছি অনেক আকাল!
সবখানে তাই ভণ্ডসাধুর
দেখছি বাড়াবাড়ি,
স্বার্থনেশায় ধর্ম নিয়ে
চলছে কাড়াকাড়ি।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৬/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নৃ মাসুদ রানা ০৪/০৬/২০১৮Valo laglo
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৬/২০১৮অনেক ভাল।