ছায়া-কায়া সবই মায়া
ছায়া-কায়া সবই মায়া
সাইয়িদ রফিকুল হক
ছায়া-কায়া সবই মায়া
কেউ তো আপন নয়,
মন যে আমার প্রিয় অতি
তারে নিয়েও ভয়!
জগত-মাঝে কে যে আমার
একটুখানি আপন!
কোথায় পাবো খুঁজে এখন
মনের মতো বাঁধন?
সন্দেহ তাই দোলে আজকে
সারা জগতময়।
মানুষ খুঁজে মরছি আজকে
মানুষ তবুও কোথায়?
একটা মানুষ পেলে তাকে
রাখবো তুলে মাথায়।
মানুষরূপী জীবের রাজ্যে
মানুষ কেই-বা হয়!
সাইয়িদ রফিকুল হক
৩১/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ছায়া-কায়া সবই মায়া
কেউ তো আপন নয়,
মন যে আমার প্রিয় অতি
তারে নিয়েও ভয়!
জগত-মাঝে কে যে আমার
একটুখানি আপন!
কোথায় পাবো খুঁজে এখন
মনের মতো বাঁধন?
সন্দেহ তাই দোলে আজকে
সারা জগতময়।
মানুষ খুঁজে মরছি আজকে
মানুষ তবুও কোথায়?
একটা মানুষ পেলে তাকে
রাখবো তুলে মাথায়।
মানুষরূপী জীবের রাজ্যে
মানুষ কেই-বা হয়!
সাইয়িদ রফিকুল হক
৩১/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০৪/০৬/২০১৮অসাধারণ!
-
তাবেরী ০২/০৬/২০১৮অনেক সুন্দর।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৬/২০১৮হৃদয় জুড়াল।
ধন্যবাদ।