রোজার অনুশীলন সারাবছর বজায় রাখতে হবে
রোজার অনুশীলন সারাবছর বজায় রাখতে হবে
সাইয়িদ রফিকুল হক
একটি মাসের সংযমশিক্ষা বারোটি মাস অব্যাহত রাখতে হবে। শুধু একমাস ধার্মিক হওয়ার বা ধার্মিক সাজার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। রমজানের একটি মাসে নিয়মিত সংযম-অনুশীলনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে সংযমী হওয়া সম্ভব। আর এইরকম রোজাদারই হবে প্রকৃত ঈমানদার। নতুবা রোজার মাসে লোকদেখানো আচারপ্রথাপালনের মাধ্যমে সমাজে সহজে ধার্মিক হওয়া যায়। কিন্তু রোজার উদ্দেশ্য অর্জন করা কখনও সম্ভব নয়।
রোজার হক-আদায় করতে হলে নিজে সবসময় শান্ত ও সংযমের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রতিদিনের ভুলকে আমলে নিয়ে তা শোধরাতে হবে। একইভুল জীবনে বারবার করা বুদ্ধিমানের কাজ নয়। রোজার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আন্তরিকতা আরও বেশি বৃদ্ধি করতে হবে। তাহলে, আমাদের সংযম-অনুশীলন যথাযথ ও সার্থক হয়ে উঠবে।
সাইয়িদ রফিকুল হক
০১/০৬/২০১৮
সাইয়িদ রফিকুল হক
একটি মাসের সংযমশিক্ষা বারোটি মাস অব্যাহত রাখতে হবে। শুধু একমাস ধার্মিক হওয়ার বা ধার্মিক সাজার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। রমজানের একটি মাসে নিয়মিত সংযম-অনুশীলনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে সংযমী হওয়া সম্ভব। আর এইরকম রোজাদারই হবে প্রকৃত ঈমানদার। নতুবা রোজার মাসে লোকদেখানো আচারপ্রথাপালনের মাধ্যমে সমাজে সহজে ধার্মিক হওয়া যায়। কিন্তু রোজার উদ্দেশ্য অর্জন করা কখনও সম্ভব নয়।
রোজার হক-আদায় করতে হলে নিজে সবসময় শান্ত ও সংযমের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রতিদিনের ভুলকে আমলে নিয়ে তা শোধরাতে হবে। একইভুল জীবনে বারবার করা বুদ্ধিমানের কাজ নয়। রোজার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আন্তরিকতা আরও বেশি বৃদ্ধি করতে হবে। তাহলে, আমাদের সংযম-অনুশীলন যথাযথ ও সার্থক হয়ে উঠবে।
সাইয়িদ রফিকুল হক
০১/০৬/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ১০/০৬/২০১৮সুন্দর উপস্থাপন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৬/২০১৮আন্তরিক অভিনন্দন মূল্যবান পোষ্টের জন্য।