মনকে বলি—২
মনকে বলি—২
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি নিজের দুঃখে
হাসো বন্ধু মন খুলে,
পরের দুঃখে কাঁদো তুমি
ভালোবাসার চোখ তুলে।
নিজের চোখের পানি দেখে
হাসতে শেখো বড়-মনে,
চিরদিন যে সমব্যথী
হও রে তুমি অনাথ-জনে।
মানুষজনকে আপন করতে
গেয়ে যাও না প্রেমসঙ্গীত,
মানবচিত্তে আসন পাবে
হবে তোমার বিরাট জিত!
এই জগতে ভুলে যাও রে
নিজের যত দুঃখ-যন্ত্রণা,
পরের দুঃখে কাঁদতে শেখো
এই হোক তোমার জীবনমন্ত্রণা।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি নিজের দুঃখে
হাসো বন্ধু মন খুলে,
পরের দুঃখে কাঁদো তুমি
ভালোবাসার চোখ তুলে।
নিজের চোখের পানি দেখে
হাসতে শেখো বড়-মনে,
চিরদিন যে সমব্যথী
হও রে তুমি অনাথ-জনে।
মানুষজনকে আপন করতে
গেয়ে যাও না প্রেমসঙ্গীত,
মানবচিত্তে আসন পাবে
হবে তোমার বিরাট জিত!
এই জগতে ভুলে যাও রে
নিজের যত দুঃখ-যন্ত্রণা,
পরের দুঃখে কাঁদতে শেখো
এই হোক তোমার জীবনমন্ত্রণা।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৫/২০১৮উত্তম.........
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৫/২০১৮অসাধারণ।
-
এস এম আলমগীর হোসেন ২৯/০৫/২০১৮খুব ভাল হয়েছে