কষ্ট আছে
কষ্ট আছে
সাইয়িদ রফিকুল হক
কষ্ট আছে বলেই বন্ধু
আমরা একটু নামি,
কষ্ট করেই আমরা সবাই
হচ্ছি কত দামি!
এই দুনিয়ায় কষ্ট ছাড়া
আর তো কিছু নাই,
মানবজীবন কষ্ট করেই
মহৎ হয় রে ভাই।
কষ্ট দেখে ভয় পেয়ো না
কষ্ট গলার মালা,
কষ্ট করেই ভুলতে হবে
জীবনদুঃখের জ্বালা!
হাসিমুখে কষ্টগুলো
নাও না আপন করে,
দেখবে তুমি সুখী হবে
সারাজীবন ধরে।
আয়রে সবাই কষ্ট করে
কষ্ট তাড়াই সুখে,
কষ্টশেষে ফুটবে হাসি
সবার মধুর মুখে।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
কষ্ট আছে বলেই বন্ধু
আমরা একটু নামি,
কষ্ট করেই আমরা সবাই
হচ্ছি কত দামি!
এই দুনিয়ায় কষ্ট ছাড়া
আর তো কিছু নাই,
মানবজীবন কষ্ট করেই
মহৎ হয় রে ভাই।
কষ্ট দেখে ভয় পেয়ো না
কষ্ট গলার মালা,
কষ্ট করেই ভুলতে হবে
জীবনদুঃখের জ্বালা!
হাসিমুখে কষ্টগুলো
নাও না আপন করে,
দেখবে তুমি সুখী হবে
সারাজীবন ধরে।
আয়রে সবাই কষ্ট করে
কষ্ট তাড়াই সুখে,
কষ্টশেষে ফুটবে হাসি
সবার মধুর মুখে।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ৩১/০৫/২০১৮আমার খুব ভাল লাগল।
-
সাঁঝের তারা ২৮/০৫/২০১৮কষ্ট করে কষ্ট তাড়ানো - সুন্দর ভাবনা
-
তরুণ কান্তি ২৮/০৫/২০১৮অসাধারণ!মুগ্ধ হলাম
-
শাফিউল কায়েস ২৭/০৫/২০১৮ছন্দে ছন্দে লেখা কবিতাটি পড়ে ও অনুভাবী হলাম।।।
অভিনন্দ কবি -
ফাহিম খান ২৭/০৫/২০১৮ছন্দময় কাব্য।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৫/২০১৮অসাধারণ।
অনন্য।