মুখে বলতে হবে না আপনি রোজাদার
মুখে বলতে হবে না আপনি রোজাদার
সাইয়িদ রফিকুল হক
আপনি যদি সত্যিকারের রোজাদার হয়ে থাকেন তবে আপনাকে কষ্ট করে কিংবা গর্ব করে কখনও বলতে হবে না আপনি একজন রোজাদার। আপনি যদি মহান আল্লাহর প্রেমে মশগুল হয়ে রোজা রেখে থাকেন তাহলে আপনার অন্তরসৌন্দর্যই বলে দিবে আপনি একজন রোজাদার।
রোজাদরের চেহারা দেখলেই বুঝা যায় যে, তিনি একজন রোজাদার। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, রোজাদারের একটা সুন্দর চেহারা আছে। তার এই চেহারার মধ্যে সর্বপ্রথম আপনার চোখে পড়বে একটা বিনম্রভাব। বিনীত ও পরিশীলিত একটা চেহারা। এই চেহারার মধ্যে কখনও ক্রোধ থাকতে পারবে না।
যিনি রোজাদার তিনি খুব শান্ত ও স্নিগ্ধ হবেন। তার পবিত্রতাই বলে দিবে তিনি একজন রোজাদার।
আপনাকে কষ্ট করে কিংবা ঢাকঢোর পিটিয়ে কখনও বলতে হবে না আপনি একজন রোজাদার।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
আপনি যদি সত্যিকারের রোজাদার হয়ে থাকেন তবে আপনাকে কষ্ট করে কিংবা গর্ব করে কখনও বলতে হবে না আপনি একজন রোজাদার। আপনি যদি মহান আল্লাহর প্রেমে মশগুল হয়ে রোজা রেখে থাকেন তাহলে আপনার অন্তরসৌন্দর্যই বলে দিবে আপনি একজন রোজাদার।
রোজাদরের চেহারা দেখলেই বুঝা যায় যে, তিনি একজন রোজাদার। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, রোজাদারের একটা সুন্দর চেহারা আছে। তার এই চেহারার মধ্যে সর্বপ্রথম আপনার চোখে পড়বে একটা বিনম্রভাব। বিনীত ও পরিশীলিত একটা চেহারা। এই চেহারার মধ্যে কখনও ক্রোধ থাকতে পারবে না।
যিনি রোজাদার তিনি খুব শান্ত ও স্নিগ্ধ হবেন। তার পবিত্রতাই বলে দিবে তিনি একজন রোজাদার।
আপনাকে কষ্ট করে কিংবা ঢাকঢোর পিটিয়ে কখনও বলতে হবে না আপনি একজন রোজাদার।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহিম খান ২৭/০৫/২০১৮বেশ সুন্দর করে বলতে পেরেছেন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৫/২০১৮অতুলনীয় এক কম্পোজিশন........
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৫/২০১৮চিরন্তন সত্য কে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ।