রমজানে সওয়াবের চিন্তা নয় সংযম চাই
রমজানে সওয়াবের চিন্তা নয় সংযম চাই
সাইয়িদ রফিকুৃল হক
অনেকেই রমজানে শুধু সওয়াবের আশায় ঘোরাফেরা করে থাকে। কিন্তু রোজা যে সংযমের জন্য তা হয়তো তারা জানেন না। মাত্র একটি মাস সংযমপালনের জন্য। এই একটি মাসে সুদৃঢ়ভাবে জীবনের সর্বক্ষেত্রে সংযমের অভ্যাস গড়ে তুলতে হবে। তারপর বাকী মাসগুলোতেও এই সংযমভাব বজায় রাখতে হবে। এভাবে একজন মানুষকে সারাজীবনের জন্য হয়ে উঠতে হবে সংযমী। তবে আমরা খুঁজে পাবো আমাদের রোজার সার্থকতা।
এখন রমজান-মাসে খুব সহজে সওয়াব কামানোর চিন্তায় অনেকে সংযমের আসল উদ্দেশ্যই হারিয়ে ফেলেছেন। এরা বুঝতে পারেননি, রমজানের আসল উদ্দেশ্য কী। আমাদের সবসময় মনে রাখতে হবে সওয়াব কামানোর জন্য রোজা নয়, সংযমপালনের জন্যই রোজা।
সাইয়িদ রফিকুৃল হক
২৪/০৫/২০১৮
সাইয়িদ রফিকুৃল হক
অনেকেই রমজানে শুধু সওয়াবের আশায় ঘোরাফেরা করে থাকে। কিন্তু রোজা যে সংযমের জন্য তা হয়তো তারা জানেন না। মাত্র একটি মাস সংযমপালনের জন্য। এই একটি মাসে সুদৃঢ়ভাবে জীবনের সর্বক্ষেত্রে সংযমের অভ্যাস গড়ে তুলতে হবে। তারপর বাকী মাসগুলোতেও এই সংযমভাব বজায় রাখতে হবে। এভাবে একজন মানুষকে সারাজীবনের জন্য হয়ে উঠতে হবে সংযমী। তবে আমরা খুঁজে পাবো আমাদের রোজার সার্থকতা।
এখন রমজান-মাসে খুব সহজে সওয়াব কামানোর চিন্তায় অনেকে সংযমের আসল উদ্দেশ্যই হারিয়ে ফেলেছেন। এরা বুঝতে পারেননি, রমজানের আসল উদ্দেশ্য কী। আমাদের সবসময় মনে রাখতে হবে সওয়াব কামানোর জন্য রোজা নয়, সংযমপালনের জন্যই রোজা।
সাইয়িদ রফিকুৃল হক
২৪/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল আবেদীন ২৫/০৫/২০১৮এই এক মাসের সংযমের শিক্ষা যেন আমাদের দেয় আগামনী সকল বছরের ঐশী প্রেরণা ও আমলী জীবন, ওহে মানব - মানবী যদি করো এহি শিক্ষা প্রানেতে দীক্ষা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৫/২০১৮ভাল
-
সানী ২৪/০৫/২০১৮হুম, বুঝতে পেরছি।
-
জয় দেবনাথ ২৪/০৫/২০১৮গঠনমূলক