প্রেম-যমুনার কূলে
প্রেম-যমুনার কূলে
সাইয়িদ রফিকুল হক
আর কি বন্ধু দেখা হবে
প্রেম-যমুনার কূলে?
তরী বেয়ে আসবে তুমি
সকল বাধা ভুলে।
ঘাটের পাশে বসে আছি
ভীষণ হাসিমুখে,
বাউল গান যে গাইছি এখন
মনের কত সুখে!
তবুও যেন শূন্য লাগে
বুকটা করে খাঁ-খাঁ,
কোথাও নাই যে ভালোবাসা
একটু স্নেহমাখা!
তুমি বন্ধু হাসিমুখে
আসতে যদি কূলে,
মনের দুঃখ একনিমিষে
সবই যেতাম ভুলে।
সাইয়িদ রফিকুল হক
২০/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
আর কি বন্ধু দেখা হবে
প্রেম-যমুনার কূলে?
তরী বেয়ে আসবে তুমি
সকল বাধা ভুলে।
ঘাটের পাশে বসে আছি
ভীষণ হাসিমুখে,
বাউল গান যে গাইছি এখন
মনের কত সুখে!
তবুও যেন শূন্য লাগে
বুকটা করে খাঁ-খাঁ,
কোথাও নাই যে ভালোবাসা
একটু স্নেহমাখা!
তুমি বন্ধু হাসিমুখে
আসতে যদি কূলে,
মনের দুঃখ একনিমিষে
সবই যেতাম ভুলে।
সাইয়িদ রফিকুল হক
২০/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৫/২০১৮সবাই চাইছে ভালবাসা।