জোছনা দেখি
জোছনা দেখি
সাইয়িদ রফিকুল হক
জোছনা আমার অনেক আপন
জোছনা দেখি সুখে,
পূর্ণিমার ওই রূপটা দেখে
হাসি আসে মুখে।
জোছনাঝরা সোনার রাতে
মন যে ভাসে রূপে,
বিশ্বজাহান মগ্ন থাকে
এমন দিনে চুপে।
মন যে ভাসে রূপসাগরে
জোছনা দেখি মগ্নে,
লাভ কি আছে এই দুনিয়ায়
মনটা কারও ভগ্নে!
দুঃখ আছে জীবনভরা
যায় না দুঃখ মরে,
মনখারাপের দিন গুনি না
জোছনা দেখি ভরে।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
জোছনা আমার অনেক আপন
জোছনা দেখি সুখে,
পূর্ণিমার ওই রূপটা দেখে
হাসি আসে মুখে।
জোছনাঝরা সোনার রাতে
মন যে ভাসে রূপে,
বিশ্বজাহান মগ্ন থাকে
এমন দিনে চুপে।
মন যে ভাসে রূপসাগরে
জোছনা দেখি মগ্নে,
লাভ কি আছে এই দুনিয়ায়
মনটা কারও ভগ্নে!
দুঃখ আছে জীবনভরা
যায় না দুঃখ মরে,
মনখারাপের দিন গুনি না
জোছনা দেখি ভরে।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২০/০৫/২০১৮খুব ভালো ।
-
পি পি আলী আকবর ২০/০৫/২০১৮দারুণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৫/২০১৮দারুন লেগেছে।
ধন্যবাদ।