লোকদেখানো ধর্মসেবা
লোকদেখানো ধর্মসেবা
সাইয়িদ রফিকুল হক
ঘুষ খেয়েছো কত বছর
তুমি নাকি মুসলমান!
আর কতকাল করবে পালন
এমনভাবে ধর্মবিধান?
লোকদেখানো ধর্মসেবা
বাড়ছে যেন সবখানে,
ভেজাল-ভিড়ে আসল ধার্মিক
খুঁজবো এখন কোনখানে?
চারিদিকে ভণ্ড ঘোরে
ভণ্ডগুলো টাকার কুমির,
টাকার লোভে কত পশু
দিচ্ছে বেচে নিজের শির!
হায়রে দেশের ভণ্ড-বেকুব
করবি কত নষ্ট-খেলা?
সময় থাকতে জীবন বাঁচায়
জমাও এবার পুণ্য-মেলা।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ঘুষ খেয়েছো কত বছর
তুমি নাকি মুসলমান!
আর কতকাল করবে পালন
এমনভাবে ধর্মবিধান?
লোকদেখানো ধর্মসেবা
বাড়ছে যেন সবখানে,
ভেজাল-ভিড়ে আসল ধার্মিক
খুঁজবো এখন কোনখানে?
চারিদিকে ভণ্ড ঘোরে
ভণ্ডগুলো টাকার কুমির,
টাকার লোভে কত পশু
দিচ্ছে বেচে নিজের শির!
হায়রে দেশের ভণ্ড-বেকুব
করবি কত নষ্ট-খেলা?
সময় থাকতে জীবন বাঁচায়
জমাও এবার পুণ্য-মেলা।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ২০/০৫/২০১৮বাহ! বেশ ভাল কিখছেন।
-
পবিত্র চক্রবর্তী ২০/০৫/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৫/২০১৮সত্যের বানী।
ভাল লাগলো।