আসুন মাকে ভালোবাসি
আসুন, মাকে ভালোবাসি
এখনও সময় আছে বন্ধু, জন্মদাত্রী মাকে আপন ভাবতে শিখুন। কার সর্বনাশা প্ররোচনায় আপনি অবহেলা করছেন নিজের মাকে? যে-কারও প্ররোচনা থেকে নিজেকে ফিরিয়ে আপনি ফিরে আসুন মায়ের কাছে। মাকে ভালোবাসুন।
যারা নিজের মাকে পাঠিয়েছেন বৃদ্ধাশ্রমে তারা এখনই মানুষ হওয়ার চেষ্টা করুন। আর মাকে ফিরে আনুন নিজের কাছে। আপনাদের এতোবড় বাসা! তবুও সেখানে মায়ের একটু জায়গা হয় না? এ কেমন মানসিকতা আপনাদের!
সকল ষড়যন্ত্র, প্ররোচনা ও কুপরামর্শ চিরতরে পরিত্যাগ করে আসুন সবাই মিলে মাকে ভালোবাসি।
এখনও সময় আছে বন্ধু, জন্মদাত্রী মাকে আপন ভাবতে শিখুন। কার সর্বনাশা প্ররোচনায় আপনি অবহেলা করছেন নিজের মাকে? যে-কারও প্ররোচনা থেকে নিজেকে ফিরিয়ে আপনি ফিরে আসুন মায়ের কাছে। মাকে ভালোবাসুন।
যারা নিজের মাকে পাঠিয়েছেন বৃদ্ধাশ্রমে তারা এখনই মানুষ হওয়ার চেষ্টা করুন। আর মাকে ফিরে আনুন নিজের কাছে। আপনাদের এতোবড় বাসা! তবুও সেখানে মায়ের একটু জায়গা হয় না? এ কেমন মানসিকতা আপনাদের!
সকল ষড়যন্ত্র, প্ররোচনা ও কুপরামর্শ চিরতরে পরিত্যাগ করে আসুন সবাই মিলে মাকে ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে আলম দোলন ০১/০৭/২০১৮ভালো হয়েছে
-
সাইদ খোকন নাজিরী ০২/০৬/২০১৮এভাবেই চালিয়ে যান ।সঙ্গে না থেকে যাই কই।
-
এস এম আলমগীর হোসেন ২৯/০৫/২০১৮ভাল
-
সেলিম রেজা সাগর ১৮/০৫/২০১৮মা, শুধুই মা
-
ন্যান্সি দেওয়ান ১৬/০৫/২০১৮Great.
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/০৫/২০১৮সাহসিকতার সাথে সত্যের সুসুন্দর উচ্চারণ ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৫/২০১৮অনেক অনেক ধন্যবাদ।