ভালো লাগে
ভালো লাগে
সাইয়িদ রফিকুল হক
ভালো লাগে সকালের নরম রোদ,
ভালো লাগে নরম রোদের হাসি,
ভালো লাগে খুব শীতল ছায়াটুকু,
ভালো লাগে ভোরের আলসেমি।
ভালো লাগে প্রভাতের মায়াময় বাতাস,
ভালো লাগে প্রিয়মুখের হাসিটুকু,
ভালো লাগে বই পড়ার আয়োজন,
ভালো লাগে জীবনের হাসি-গান।
ভালো লাগে শিশুদের কোলাহল,
ভালো লাগে শিশুদের দলবেঁধে
হাসিমুখে স্কুলে যাওয়া দেখতে,
ভালো লাগে মিষ্টি-মনে স্নিগ্ধ ছায়ায়
প্রিয় বই পড়ার আয়োজন,
ভালো লাগে ভালোমানুষের প্রিয় সান্নিধ্য।
সাইয়িদ রফিকুল হক
১২/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভালো লাগে সকালের নরম রোদ,
ভালো লাগে নরম রোদের হাসি,
ভালো লাগে খুব শীতল ছায়াটুকু,
ভালো লাগে ভোরের আলসেমি।
ভালো লাগে প্রভাতের মায়াময় বাতাস,
ভালো লাগে প্রিয়মুখের হাসিটুকু,
ভালো লাগে বই পড়ার আয়োজন,
ভালো লাগে জীবনের হাসি-গান।
ভালো লাগে শিশুদের কোলাহল,
ভালো লাগে শিশুদের দলবেঁধে
হাসিমুখে স্কুলে যাওয়া দেখতে,
ভালো লাগে মিষ্টি-মনে স্নিগ্ধ ছায়ায়
প্রিয় বই পড়ার আয়োজন,
ভালো লাগে ভালোমানুষের প্রিয় সান্নিধ্য।
সাইয়িদ রফিকুল হক
১২/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৫/২০১৮অনেক সুন্দর হয়েছে।
-
সাঁঝের তারা ১৩/০৫/২০১৮আহা, কী মিষ্টি!
-
পবিত্র চক্রবর্তী ১৩/০৫/২০১৮ভালো
-
ন্যান্সি দেওয়ান ১২/০৫/২০১৮Good...