সবখানে অনিয়ম
সবখানে অনিয়ম
সাইয়িদ রফিকুল হক
বিনাকাজে অনেকজনই
সাজতে পারে কাজী,
কিন্তু দেখি কাজের বেলায়
তারা ভীষণ পাজী!
ঘরখানাতে মানুষ নাই তো
আছে পোকামাকড়,
এখন দেখি মানুষজনের
হৃদয়ভরা কাঁকর!
মিথ্যাবাদীর দলটা ভারী
মুখে তাদের হাসি,
সত্যবাদী অনাদরে
গলায় তাদের ফাঁসি!
লোকদেখানো ভণ্ডসাধুর
সংখ্যা দেখি বেশি,
দিনদুপুরে আবর্জনা
ফুলায় কেমনে পেশী!
সবখানে যে অনিয়মের
জ্বলছে আগুনশিখা,
এই কি এখন বীর-বাঙালির
ভাগ্যে আছে লিখা?
সাইয়িদ রফিকুল হক
১০/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বিনাকাজে অনেকজনই
সাজতে পারে কাজী,
কিন্তু দেখি কাজের বেলায়
তারা ভীষণ পাজী!
ঘরখানাতে মানুষ নাই তো
আছে পোকামাকড়,
এখন দেখি মানুষজনের
হৃদয়ভরা কাঁকর!
মিথ্যাবাদীর দলটা ভারী
মুখে তাদের হাসি,
সত্যবাদী অনাদরে
গলায় তাদের ফাঁসি!
লোকদেখানো ভণ্ডসাধুর
সংখ্যা দেখি বেশি,
দিনদুপুরে আবর্জনা
ফুলায় কেমনে পেশী!
সবখানে যে অনিয়মের
জ্বলছে আগুনশিখা,
এই কি এখন বীর-বাঙালির
ভাগ্যে আছে লিখা?
সাইয়িদ রফিকুল হক
১০/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৫/২০১৮আসলে এটা নিয়ন্ত্রণের কোন উপায় আছে কিনা জানিনা...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৫/২০১৮অনেক সুন্দর।