বৈশাখ-মাসে
বৈশাখ-মাসে
সাইয়িদ রফিকুল হক
বৈশাখ-মাসের তাণ্ডবেতে
হচ্ছে সবাই নাজেহাল,
এরই নাম যে কালবৈশাখী
দেখায় ভয়াল কাল!
রুদ্ররূপে হচ্ছে হাজির
দিনে-রাতে যখন-তখন,
কেউ জানে না বজ্রপাতে
মরবে কে যে কখন?
সবখানে তাই বাজের দাপট
কাঁপছে মানুষ ভয়ে,
বৈশাখ-মাসে আছে সবাই
ভীষণ বিপদ সয়ে।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বৈশাখ-মাসের তাণ্ডবেতে
হচ্ছে সবাই নাজেহাল,
এরই নাম যে কালবৈশাখী
দেখায় ভয়াল কাল!
রুদ্ররূপে হচ্ছে হাজির
দিনে-রাতে যখন-তখন,
কেউ জানে না বজ্রপাতে
মরবে কে যে কখন?
সবখানে তাই বাজের দাপট
কাঁপছে মানুষ ভয়ে,
বৈশাখ-মাসে আছে সবাই
ভীষণ বিপদ সয়ে।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৮/০৫/২০১৮দারুণ;;;;
-
গাজী তারেক আজিজ ০৭/০৫/২০১৮ভালো লেগেছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৫/২০১৮ওহ! অসাধারন।