কথার কথা
কথার কথা
সাইয়িদ রফিকুল হক
কথার পিঠে বললে কথা
থামবে নাকো কথা,
অধিক কথায় মনখারাপে
ধরবে ভীষণ মাথা!
কথার কথা ছাড়তে হবে
শুনতে হবে বেশি,
এই সমাজে চাই না দেখতে
চাপাবাজের পেশী।
কথার মতো একটি কথা
শুনলে রাখি ধরে,
এই জীবনে মধুর কথায়
মনটা যাবে ভরে।
কথার পিঠে কথা বলে
করছো কেন সময়-ক্ষয়,
কথার মতো একটি কথা
ফুটবে জগতময়।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০১৮
সাইয়িদ রফিকুল হক
কথার পিঠে বললে কথা
থামবে নাকো কথা,
অধিক কথায় মনখারাপে
ধরবে ভীষণ মাথা!
কথার কথা ছাড়তে হবে
শুনতে হবে বেশি,
এই সমাজে চাই না দেখতে
চাপাবাজের পেশী।
কথার মতো একটি কথা
শুনলে রাখি ধরে,
এই জীবনে মধুর কথায়
মনটা যাবে ভরে।
কথার পিঠে কথা বলে
করছো কেন সময়-ক্ষয়,
কথার মতো একটি কথা
ফুটবে জগতময়।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৫/২০১৮দারুণ ....
-
গাজী তারেক আজিজ ০৪/০৫/২০১৮kabbo pathey mugdho holam
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৫/২০১৮অসাধারন।
-
মুকিম মাহমুদ মুকিত ০৪/০৫/২০১৮সুন্দর লেখা