তবুও তোমায় ভালোবাসি
তবুও তোমায় ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক
একটা দিনে সবাই আমরা
ধার্মিক হচ্ছি কম্বাইন্ড,
প্রভু তুমি একটুখানি
কোরো নাকো মাইন্ড!
তবুও আমরা তোমায় ডাকি
তোমায় ভালোবাসি,
সারাবছর সবার মুখে
রেখো এমন হাসি।
আমরা সবাই হচ্ছি গাফেল
ভুলছি তোমায় কত!
বছর ঘুরে একটা দিনে
হচ্ছি আবার নত।
প্রভু তুমি রেখো ভালো
সবার জীবনখানি,
ভুলতে-ভুলতে রাখবো স্মরণ
তোমার অমিয় বাণী।
সাইয়িদ রফিকুল হক
০২/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
একটা দিনে সবাই আমরা
ধার্মিক হচ্ছি কম্বাইন্ড,
প্রভু তুমি একটুখানি
কোরো নাকো মাইন্ড!
তবুও আমরা তোমায় ডাকি
তোমায় ভালোবাসি,
সারাবছর সবার মুখে
রেখো এমন হাসি।
আমরা সবাই হচ্ছি গাফেল
ভুলছি তোমায় কত!
বছর ঘুরে একটা দিনে
হচ্ছি আবার নত।
প্রভু তুমি রেখো ভালো
সবার জীবনখানি,
ভুলতে-ভুলতে রাখবো স্মরণ
তোমার অমিয় বাণী।
সাইয়িদ রফিকুল হক
০২/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৩/০৫/২০১৮খুব ভালো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৮আধ্যাত্মিক থিমের উপর কাজ করা
অনেক ধন্যবাদ -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৫/২০১৮বাস্তব।