একদিন সব ছিল
একদিন সব ছিল
আর আজ কিছুই নাই
সবখানে এখন যেন শূন্যতা
বাতাসের ঘ্রাণ নাই
ফুলেরও সৌরভ নাই
মনঘরে শান্তি নাই
সবখানে অন্ধকার
একদিন ফুল ছিল
পাখি ছিল
নদী ছিল
আর ছিল কত গান
আর আজ শুধু অভিনয়।
আর আজ কিছুই নাই
সবখানে এখন যেন শূন্যতা
বাতাসের ঘ্রাণ নাই
ফুলেরও সৌরভ নাই
মনঘরে শান্তি নাই
সবখানে অন্ধকার
একদিন ফুল ছিল
পাখি ছিল
নদী ছিল
আর ছিল কত গান
আর আজ শুধু অভিনয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহিন আলম সরকার ০২/০৫/২০১৮
-
মুকিম মাহমুদ মুকিত ০১/০৫/২০১৮সুন্দর লিখেছেন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৪/২০১৮অনেক ভাল।
ভাল থাকুন।