কলিকালের ভণ্ডামি
কলিকালের ভণ্ডামি
সাইয়িদ রফিকুল হক
মিথ্যাবাদীর ভয় নাই,
সত্যকথার ভাত নাই!
মিথ্যাবাদী হাসে-খেলে,
সত্যবাদী কাঁদে জেলে!
ভণ্ডগুলো লাফায় বেশি,
মিথ্যাবাদীর শক্ত পেশী!
সত্য শুনে বন্ধু সরে,
মিথ্যাবাদী দাপায় মরে।
সত্য এখন চক্ষুশূল,
মিথ্যা নাকি মর্মমূল!
কলিযুগের ভণ্ডামিটা
দেখবে কত আর?
মিথ্যাবাদীর ভণ্ডমাথা
চূর্ণ কর এবার।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মিথ্যাবাদীর ভয় নাই,
সত্যকথার ভাত নাই!
মিথ্যাবাদী হাসে-খেলে,
সত্যবাদী কাঁদে জেলে!
ভণ্ডগুলো লাফায় বেশি,
মিথ্যাবাদীর শক্ত পেশী!
সত্য শুনে বন্ধু সরে,
মিথ্যাবাদী দাপায় মরে।
সত্য এখন চক্ষুশূল,
মিথ্যা নাকি মর্মমূল!
কলিযুগের ভণ্ডামিটা
দেখবে কত আর?
মিথ্যাবাদীর ভণ্ডমাথা
চূর্ণ কর এবার।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩০/০৪/২০১৮আসলেই সত্য কথার ভাত নাই।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৪/২০১৮অসাধারণ।