বৃষ্টিদিনে
বৃষ্টিদিনে
সাইয়িদ রফিকুল হক
মুষলধারে বৃষ্টি নামে
বাজ পড়ে তার সাথে,
গজনফরে ঘরে বসে
মরবে বুঝি ভাতে!
বৃষ্টিদিনে কাজের আশায়
মরছে শ্রমিকজনে,
ধনিকজনের তাদের কথা
আছে একটু মনে?
মুষলধারে বৃষ্টি নামে
সঙ্গে ঘন বাজ,
গজনফরে ঘরে বসে
ক’দিন পায় না কাজ!
সাইয়িদ রফিকুল হক
২৮/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মুষলধারে বৃষ্টি নামে
বাজ পড়ে তার সাথে,
গজনফরে ঘরে বসে
মরবে বুঝি ভাতে!
বৃষ্টিদিনে কাজের আশায়
মরছে শ্রমিকজনে,
ধনিকজনের তাদের কথা
আছে একটু মনে?
মুষলধারে বৃষ্টি নামে
সঙ্গে ঘন বাজ,
গজনফরে ঘরে বসে
ক’দিন পায় না কাজ!
সাইয়িদ রফিকুল হক
২৮/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রাসেল প্রধান ২৯/০৪/২০১৮সুন্দর
-
মোঃ ফাহাদ আলী ২৯/০৪/২০১৮সুন্দর আবেশিত লেখা। পড়ে ভালো লাগলো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/০৪/২০১৮অনেক সুন্দর ভাবনা ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৪/২০১৮দারুন
-
পবিত্র চক্রবর্তী ২৯/০৪/২০১৮ভালো লাগলো