আরেক জীবন পেতাম যদি
আরেক জীবন পেতাম যদি
সাইয়িদ রফিকুল হক
আরেক জীবন পেতাম যদি
হতাম মনের মতো,
এখন যে এই জীবনে
ভুলটা দেখি শত!
ভুলশোধনের নিয়মকানুন
পেলাম নাতো খুঁজে,
একজীবনে দুঃখ-জরা
সইতে হবে মুখটি বুজে!
ভুলশোধনের উপায় নাইরে
তাইলে হতাম শিশু,
একজীবনে লাগতো নারে
আর তো এমন কিছু!
নতুনভাবে জীবনগড়ার
নাইরে কোনো সুযোগ,
গরিব তুমি দেখে যাবে
ধনীরা সব করবে ভোগ!
আরেক জীবন পেতাম যদি
হতাম কোনো পাখি,
গরিবভাগ্যে এই জীবনে
সবই দেখি ফাঁকি!
সাইয়িদ রফিকুল হক
২৭/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
আরেক জীবন পেতাম যদি
হতাম মনের মতো,
এখন যে এই জীবনে
ভুলটা দেখি শত!
ভুলশোধনের নিয়মকানুন
পেলাম নাতো খুঁজে,
একজীবনে দুঃখ-জরা
সইতে হবে মুখটি বুজে!
ভুলশোধনের উপায় নাইরে
তাইলে হতাম শিশু,
একজীবনে লাগতো নারে
আর তো এমন কিছু!
নতুনভাবে জীবনগড়ার
নাইরে কোনো সুযোগ,
গরিব তুমি দেখে যাবে
ধনীরা সব করবে ভোগ!
আরেক জীবন পেতাম যদি
হতাম কোনো পাখি,
গরিবভাগ্যে এই জীবনে
সবই দেখি ফাঁকি!
সাইয়িদ রফিকুল হক
২৭/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ০২/০৫/২০১৮ভালো লাগলো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৪/২০১৮অসাধারন।