আম-মানুষ
আম-মানুষ
মনমাতানো সেই যে দুপুর
আর তো দেখি না!
চিরসবুজ গ্রামগুলো
আর তো খুঁজি না।
পাখিডাকা সন্ধ্যাগুলো
মুছে গেল নাকি!
সুবাসমাখা স্নিগ্ধ সকাল
দিচ্ছে শুধু ফাঁকি!
পাখিডাকা মধুর সকাল
আর পাবো না ফিরে?
স্বপ্ন কি আর দেখবে না কেউ
সবুজগ্রাম ঘিরে!
মানুষগুলো কোথায় গেল?
বাসতো ভালো গ্রাম,
এখন দেখি শহরমুখী
মানুষ শুধুই আম!
মনমাতানো সেই যে দুপুর
আর তো দেখি না!
চিরসবুজ গ্রামগুলো
আর তো খুঁজি না।
পাখিডাকা সন্ধ্যাগুলো
মুছে গেল নাকি!
সুবাসমাখা স্নিগ্ধ সকাল
দিচ্ছে শুধু ফাঁকি!
পাখিডাকা মধুর সকাল
আর পাবো না ফিরে?
স্বপ্ন কি আর দেখবে না কেউ
সবুজগ্রাম ঘিরে!
মানুষগুলো কোথায় গেল?
বাসতো ভালো গ্রাম,
এখন দেখি শহরমুখী
মানুষ শুধুই আম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২৭/০৪/২০১৮NICE
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৪/২০১৮গ্রাম কে সবাই মিস করি।