ভণ্ডগুলো ধার্মিক সাজে
ভণ্ডগুলো ধার্মিক সাজে
সাইয়িদ রফিকুল হক
পাপীরা যে সমাজটাকে
ফেললো এখন চষে!
এতোকিছু জানার পরও
থাকবে তোমরা বসে?
ভণ্ডগুলো ধার্মিক সাজছে
লেবাস তাদের বড়!
ভয় পেয়ো না তবু তোমরা
জাপটে ওদের ধরো।
হরেকরকম লোকের ভিড়ে
নিচ্ছে সুযোগ ভণ্ড,
ওদের হাতে সমাজ-রাষ্ট্র
হচ্ছে ভীষণ পণ্ড।
এতোকিছু দেখার পরও
থাকবি কত বসে!
সমাজ-রাষ্ট্রের পাপীগুলো
ধররে এবার কষে।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
পাপীরা যে সমাজটাকে
ফেললো এখন চষে!
এতোকিছু জানার পরও
থাকবে তোমরা বসে?
ভণ্ডগুলো ধার্মিক সাজছে
লেবাস তাদের বড়!
ভয় পেয়ো না তবু তোমরা
জাপটে ওদের ধরো।
হরেকরকম লোকের ভিড়ে
নিচ্ছে সুযোগ ভণ্ড,
ওদের হাতে সমাজ-রাষ্ট্র
হচ্ছে ভীষণ পণ্ড।
এতোকিছু দেখার পরও
থাকবি কত বসে!
সমাজ-রাষ্ট্রের পাপীগুলো
ধররে এবার কষে।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৪/২০১৮দারুন।
-
ন্যান্সি দেওয়ান ২৪/০৪/২০১৮Good.