পরের বিপদ
পরের বিপদ
সাইয়িদ রফিকুল হক
পরের বিপদ দেখে তোমার
ফুটলো মুখে হাসি!
তোমার বিপদ দেখলে লোকে
বলবে ছুটে আসি?
নিজের ভালো চাচ্ছো তুমি
পরের ক্ষতি করে!
তোমার ক্ষতি হতেই থাকবে
সারাজীবন ধরে।
মানুষ তুমি কেমন ভালো
প্রশ্ন কর নিজে,
মিনিটখানেক বসে থাকো
লজ্জা পাবে কী যে!
নিজের স্বার্থে পশু তুমি
তাইতে এখন অন্ধ,
পরের ক্ষতি আর কোরো না
পাপটা কর বন্ধ।
পরের বিপদ—নিজের বিপদ
ভাবতে শেখো সবাই,
ভালোবেসে করতে হবে
পরকে আপন তাই।
সাইয়িদ রফিকুল হক
২২/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
পরের বিপদ দেখে তোমার
ফুটলো মুখে হাসি!
তোমার বিপদ দেখলে লোকে
বলবে ছুটে আসি?
নিজের ভালো চাচ্ছো তুমি
পরের ক্ষতি করে!
তোমার ক্ষতি হতেই থাকবে
সারাজীবন ধরে।
মানুষ তুমি কেমন ভালো
প্রশ্ন কর নিজে,
মিনিটখানেক বসে থাকো
লজ্জা পাবে কী যে!
নিজের স্বার্থে পশু তুমি
তাইতে এখন অন্ধ,
পরের ক্ষতি আর কোরো না
পাপটা কর বন্ধ।
পরের বিপদ—নিজের বিপদ
ভাবতে শেখো সবাই,
ভালোবেসে করতে হবে
পরকে আপন তাই।
সাইয়িদ রফিকুল হক
২২/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৪/২০১৮দারুন অনুভূতি।
-
ন্যান্সি দেওয়ান ২৩/০৪/২০১৮Good...