রাজাকাররা মিথ্যাবাদী
রাজাকাররা মিথ্যাবাদী
সাইয়িদ রফিকুল হক
রাজাকাররা মিথ্যাবাদী
সবখানে তার গোল,
পুণ্য ছেড়ে পাপের পথে
বাজায় নিজের ঢোল!
মিথ্যা বলা স্বভাব ওদের
মিথ্যা ওদের খাদ্য,
নিজের পাপে ফুর্তি করে
বাজায় কত বাদ্য!
এদের বুকে তাগুত আছে
হাজার বছর ধরে,
তাইতে ওরা মিথ্যা বলে
সারাজীবন ভরে।
সত্য ফেলে মিথ্যা খেয়ে
হাসছে রাজাকারে,
ওদের নীতি একটা শুধু:
মানুষ মারো ম্যাসাকারে!
রাজাকাররা মানুষ নয় রে
ওরা বনের পশু,
ওদের হাতে পার পাবে না
কোনো আদম-শিশু।
রাজাকাররা মিথ্যা বলে
রাজনীতির ওই নেশায়,
কত যুবক মরলো ডুবে
পথ হারায়ে সর্বনাশায়।
সাইয়িদ রফিকুল হক
২০/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
রাজাকাররা মিথ্যাবাদী
সবখানে তার গোল,
পুণ্য ছেড়ে পাপের পথে
বাজায় নিজের ঢোল!
মিথ্যা বলা স্বভাব ওদের
মিথ্যা ওদের খাদ্য,
নিজের পাপে ফুর্তি করে
বাজায় কত বাদ্য!
এদের বুকে তাগুত আছে
হাজার বছর ধরে,
তাইতে ওরা মিথ্যা বলে
সারাজীবন ভরে।
সত্য ফেলে মিথ্যা খেয়ে
হাসছে রাজাকারে,
ওদের নীতি একটা শুধু:
মানুষ মারো ম্যাসাকারে!
রাজাকাররা মানুষ নয় রে
ওরা বনের পশু,
ওদের হাতে পার পাবে না
কোনো আদম-শিশু।
রাজাকাররা মিথ্যা বলে
রাজনীতির ওই নেশায়,
কত যুবক মরলো ডুবে
পথ হারায়ে সর্বনাশায়।
সাইয়িদ রফিকুল হক
২০/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২০/০৪/২০১৮Best...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৪/২০১৮দেশপ্রেমে জেগে উঠুক সবাই।