কঠিন রাজাকার
কঠিন রাজাকার
সাইয়িদ রফিকুল হক
বৈশাখ এলে তোমার মুখে
জমে কেন মেঘ?
পাকিপ্রেমের মাতাল হাওয়া
বাড়ায় যেন বেগ!
তোমার বুকে বাজে যেন
পাকবাহিনীর ঢোল,
নিজের ভাতে ছাই মেখে যে
খাচ্ছো পরের ঝোল।
তোমরা হলে দেশবিরোধী
জাতে কুলাঙ্গার,
একাত্তরে তোমরা ছিলে
কঠিন রাজাকার।
এখন তোমরা ধর্ম-নামে
করছো দেশের ক্ষতি,
হালাল ছেড়ে হারাম ধরে
বাড়াও প্রেমের গতি!
তোমরা হলে ধর্ম-নামের
মুখচেনা ওই সাপ,
বীর-বাঙালি তাই তোমাদের
করবে নাতো মাফ।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বৈশাখ এলে তোমার মুখে
জমে কেন মেঘ?
পাকিপ্রেমের মাতাল হাওয়া
বাড়ায় যেন বেগ!
তোমার বুকে বাজে যেন
পাকবাহিনীর ঢোল,
নিজের ভাতে ছাই মেখে যে
খাচ্ছো পরের ঝোল।
তোমরা হলে দেশবিরোধী
জাতে কুলাঙ্গার,
একাত্তরে তোমরা ছিলে
কঠিন রাজাকার।
এখন তোমরা ধর্ম-নামে
করছো দেশের ক্ষতি,
হালাল ছেড়ে হারাম ধরে
বাড়াও প্রেমের গতি!
তোমরা হলে ধর্ম-নামের
মুখচেনা ওই সাপ,
বীর-বাঙালি তাই তোমাদের
করবে নাতো মাফ।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১৯/০৪/২০১৮ভাই সবকিছুতেই পাকি প্রেম খোজা ঠিক না। এটা আমাদের এক প্রকার রোগ বলা যায়।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৪/২০১৮দারুন বিদ্রোহ।