তুমি এসো বৈশাখ
তুমি এসো বৈশাখ
সাইয়িদ রফিকুল হক
পরাজিত শকুনগুলোর
রক্তচক্ষু তুচ্ছ করে
তুমি এলে বৈশাখ,
একনিমিষে ঘুচলো যেন
অনেকদিনের জরাজীর্ণ
বাধার পাহাড় দুর্বিপাক!
তুমি এসো বারেবারে
সব শকুনের ডানা ভাঙ্গবে
তোমার পদধ্বনিতে,
বীর-বাঙালি জেগে আছে
তাই তোমাকে বরণ করতে
হৃদয়মনোভূমিতে।
দৃপ্তপায়ে বজ্রকণ্ঠে
তুমি এসো বারেবারে
বাংলার বৈশাখ,
শুধু তোমার আগমনে
নিভে যাবে বাংলাদেশে
কূপমণ্ডূকের দুর্বিপাক।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০১৮
সাইয়িদ রফিকুল হক
পরাজিত শকুনগুলোর
রক্তচক্ষু তুচ্ছ করে
তুমি এলে বৈশাখ,
একনিমিষে ঘুচলো যেন
অনেকদিনের জরাজীর্ণ
বাধার পাহাড় দুর্বিপাক!
তুমি এসো বারেবারে
সব শকুনের ডানা ভাঙ্গবে
তোমার পদধ্বনিতে,
বীর-বাঙালি জেগে আছে
তাই তোমাকে বরণ করতে
হৃদয়মনোভূমিতে।
দৃপ্তপায়ে বজ্রকণ্ঠে
তুমি এসো বারেবারে
বাংলার বৈশাখ,
শুধু তোমার আগমনে
নিভে যাবে বাংলাদেশে
কূপমণ্ডূকের দুর্বিপাক।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৬/০৪/২০১৮ভালো...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৪/২০১৮ভাল