সাজপোশাক
সাজপোশাক
ফুল ফুটেছে বুকের ভিতর
অনেক বেশি রঙে,
তাইতো দেখি তোমার মুখে
ফুটছে কথা ঢঙে!
মনের ভিতর জমছে আঁধার
দেখলে নাতো চেয়ে,
বাইরে তুমি সাজপোশাকে
সাজলে যেন মেয়ে!
তোমার ফুলে নাই যে ঘ্রাণ
আছে শুধু পোকা,
আর কতকাল মানুষজনে
দিবে এমন ধোঁকা?
ফুল ফুটেছে বুকের ভিতর
অনেক বেশি রঙে,
তাইতো দেখি তোমার মুখে
ফুটছে কথা ঢঙে!
মনের ভিতর জমছে আঁধার
দেখলে নাতো চেয়ে,
বাইরে তুমি সাজপোশাকে
সাজলে যেন মেয়ে!
তোমার ফুলে নাই যে ঘ্রাণ
আছে শুধু পোকা,
আর কতকাল মানুষজনে
দিবে এমন ধোঁকা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম ডি সবুজ ০৭/০৪/২০১৮সুন্দর , মুগ্ধ হলাম পাঠে ।