তিনি বড়পীর
আজকে যদি চোখের সামনে
থাকতেন তিনি বড়পীর,
তাঁরই দোয়ায় উচ্চ হতো
এই আমারই শির।
গরিব থেকে জীবনটা আর
হতো নাকো অর্থহীন,
তাঁরই দোয়ায় সুখী হতাম
আমরা সবাই চিরদিন।
থাকতেন তিনি বড়পীর,
তাঁরই দোয়ায় উচ্চ হতো
এই আমারই শির।
গরিব থেকে জীবনটা আর
হতো নাকো অর্থহীন,
তাঁরই দোয়ায় সুখী হতাম
আমরা সবাই চিরদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৬/০৪/২০১৮অনবদ্য
-
শ.ম. শহীদ ০৫/০৪/২০১৮আমার সালাম পৌছে যেন-
তাঁর রওজা মোবারকে!
সুন্দর রচনা।। -
মোঃ ফাহাদ আলী ০৫/০৪/২০১৮সুন্দর লেখনি।
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ০৫/০৪/২০১৮কবিতাটি পাঠ করে মুগ্দ হলাম সত্যি অসাধারণ লিখেছেন
শুভ কামনা রইল