দেশের যুবকদের বলি
দেশরক্ষার জন্য যুবক-প্রয়োজন। আর যুবকের প্রয়োজন যৌবনশক্তি। কারণ, তারুণ্য ব্যতীত যুবকের কোনো মূল্য নাই।
দেশের যুবকদের বলি: তোমাদের এখনও বিশেষ দুটি প্রবন্ধ পাঠ করা উচিত। এগুলো হচ্ছে:
১. যৌবনে দাও রাজটিকা—প্রমথ চৌধুরী
২. যৌবনের গান—কাজী নজরুল ইসলাম।
যুবকদের মধ্যে মনুষ্যত্ব জাগলে এই দেশ আবার জাগবে। এই জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াবে।
আমার দেশের যুবকদের মধ্যে জাগ্রত হোক অমিত যৌবনশক্তি।
শুভকামনা ভগিনী
আমাদের দেশের যুবকদের সবকিছুতে আজ বৃদ্ধি দেখতে পাচ্ছি। কিন্তু কমে গেছে ভদ্রতা। এই জীবনের মূল্য কী?
দেশের যুবকদের বলি: তোমাদের এখনও বিশেষ দুটি প্রবন্ধ পাঠ করা উচিত। এগুলো হচ্ছে:
১. যৌবনে দাও রাজটিকা—প্রমথ চৌধুরী
২. যৌবনের গান—কাজী নজরুল ইসলাম।
যুবকদের মধ্যে মনুষ্যত্ব জাগলে এই দেশ আবার জাগবে। এই জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াবে।
আমার দেশের যুবকদের মধ্যে জাগ্রত হোক অমিত যৌবনশক্তি।
শুভকামনা ভগিনী
আমাদের দেশের যুবকদের সবকিছুতে আজ বৃদ্ধি দেখতে পাচ্ছি। কিন্তু কমে গেছে ভদ্রতা। এই জীবনের মূল্য কী?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৪/২০১৮অনুসরণ করা উচিৎ
-
এম ডি সবুজ ০৩/০৪/২০১৮সুন্দর ,