তোমার একটু অবসর দরকার
খ্যাতির পিছনে আর কত ছুটবে?
তোমার চোখে তো এখন ঘুম নেমেছে!
তোমার একটু অবসর দরকার,
তবু তুমি আজ গুনছো শুধু টাকা!
আর কতদিন তুমি এমন রবে?
তোমার চোখে কি পড়েছে ছানি?
তুমি চেয়ে দেখে, অর্থ শুধু বিড়ম্বনা।
তোমার চোখে তো এখন ঘুম নেমেছে!
তোমার একটু অবসর দরকার,
তবু তুমি আজ গুনছো শুধু টাকা!
আর কতদিন তুমি এমন রবে?
তোমার চোখে কি পড়েছে ছানি?
তুমি চেয়ে দেখে, অর্থ শুধু বিড়ম্বনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৩/০৪/২০১৮ক্লান্তির শেষে বিশ্রাম দরকার। সত্য।
-
কামরুজ্জামান সাদ ০৩/০৪/২০১৮অবসরেরও অবসর দরকার।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৪/২০১৮ভাল