সত্যেই জীবনের শ্রেষ্ঠ ভূষণ
সত্যের চাদর গায়ে জড়িয়ে রাখতে হবে। শীত, গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও বসন্তে একইভাবে এই চাদর পরিধান করতে হবে। এটি জীবনের শ্রেষ্ঠ অলংকার।
সত্যেই জীবনের শ্রেষ্ঠ ভূষণ।
সত্যের চাদর একবার সরিয়ে ফেললে সেখানে বাসা বাঁধবে মিথ্যা। আর মিথ্যা জীবনের চিরঅভিশাপ।
সত্যেই জীবনের শ্রেষ্ঠ ভূষণ।
সত্যের চাদর একবার সরিয়ে ফেললে সেখানে বাসা বাঁধবে মিথ্যা। আর মিথ্যা জীবনের চিরঅভিশাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩০/০৩/২০১৮মিথ্যা জীবনে অভিশাপ ডেকে আনে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৩/২০১৮বেশ লাগলো