মানবতার বেড়াজাল
মানবতার বেড়াজাল
সাইয়িদ রফিকুল হক
বোতল ভাঙ্গার শব্দ শুনে
আঁতকে ওঠো কেন?
হৃদয় ভাঙ্গার শব্দ শোনো
যাদের তোমরা চেন!
সামান্য এক কাচের বোতল
হয়তো গেছে ভেঙ্গে,
তার জন্য কি কাঁদবে তুমি
সারারাত্রি জেগে?
হৃদয় তোমার মুক্ত কর
মানবপ্রেমে ভাই,
এই দুনিয়ায় মানুষ থেকে
বড় কিছু নাই।
চণ্ডীদাসে বলছে হেঁকে:
মানুষ সবার সেরা,
মানবতার বেড়াজালে
হোক না জগত ঘেরা।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বোতল ভাঙ্গার শব্দ শুনে
আঁতকে ওঠো কেন?
হৃদয় ভাঙ্গার শব্দ শোনো
যাদের তোমরা চেন!
সামান্য এক কাচের বোতল
হয়তো গেছে ভেঙ্গে,
তার জন্য কি কাঁদবে তুমি
সারারাত্রি জেগে?
হৃদয় তোমার মুক্ত কর
মানবপ্রেমে ভাই,
এই দুনিয়ায় মানুষ থেকে
বড় কিছু নাই।
চণ্ডীদাসে বলছে হেঁকে:
মানুষ সবার সেরা,
মানবতার বেড়াজালে
হোক না জগত ঘেরা।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ২৯/০৩/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৮/০৩/২০১৮খুব ভালো লাগলো। শুভকামনা অনাগত আগামীর।
-
শ.ম. শহীদ ২৮/০৩/২০১৮বেশ লাগলাে।
শুভেচ্ছা।
মানবতাবাদী কবিতা।